Textile Engineering College Noakhali – TECN
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ নোয়াখালী: নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র চৌরাস্তা থেকে ২০০ গজ দক্ষিণেঅবস্থিত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ যেটি Butex অধীভুক্ত এবং বস্ত্র মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত একটি স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান।
History
ব্রিটিশ শাসনামলে ১৯১৮ সালে প্রতিষ্ঠিত হয় ব্রিটিশ ওয়েবিং স্কুল। ১৯১১-২৯ সালের মধ্যে ৩৩টি ভ্রাম্যমাণ ওয়েবিং স্কুল বাংলায় প্রতিষ্ঠিত হয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ নোয়াখালী তাদের মধ্যে একটি।
পাকিস্তান আমলে ১৯৬৮ সালে এটিকে এক বছরের ডিপ্লোমা কোর্স হিসেবে উন্নীত করা হয় এবং ১৯৮১ সালে এটিকে জেলা টেক্সটাইল ইনিস্টিউটের পরিণত করে ডিপ্লোমা কে ২ বছরে উন্নীত করা হয়।
১৯৯৩ সালে টেক্সটাইল ইনস্টিটিউট, নোয়াখালী তে কারিগরি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ৩ বছরের ডিপ্লোমা কোর্স চালু হয়। ২০০১ সালে ডিপ্লোমা কোর্সের ব্যাপ্তিকাল বাড়িয়ে চার বছর করা হয়।
২০০৭ সালে ডিপ্লোমা কোর্সকে পরিবর্তন করে ৪ টি ডিপার্টমেন্ট নিয়ে বিএসসি ইন টেক্সটাইল ইন্জিনিয়ারিং চালু করলে পূর্ণাঙ্গ টেক্সটাইল কলেজ হিসেবে আত্মপ্রকাশ করে।
২০১৩ সালে সরকারি সিন্ধান্ত অনুযায়ী অন্যান্য টেক্সটাইল কলেজগুলোর সাথে বুটেক্স অধিভুক্ত করা হয়।
TECN Campus Review:
চৌরাস্তা পেরিয়ে ২০০ গজ দক্ষিণে গেইট দিয়ে প্রবেশ করলেই হাতের বাঁ পাশে প্রথমে দেখা মিলবে ৪ তলা বিশিষ্ট কটন স্পিনিং শেড। আর হাতের ডান পাশে অবস্থিত পাওয়ার সাব-স্টেশন । ঠিক তার গাঁ ঘেঁষেই রয়েছে বয়লার হাউস।বয়লার শেডের বিপরীত পাশে অবস্থিত ডায়িং শেড এবং দ্বিতীয় তলায় রয়েছে সেমিনার হল।কটন স্পিনিং শেড ধরে সামনে এগিয়ে গেলেই হাতের বাঁ পাশে চোখে পড়বে ক্যাম্পাস মসজিদ।তার পাশে অবস্থিত জুট স্পিনিং শেড।তার বিপরীত পাশে রয়েছে ফেব্রিক শেড।
আর একটু সামনে এগিয়ে গেলে দেখা মিলবে ক্যাম্পাসের মূল চত্বর।তার ডানে রয়েছে প্রশাসনিক ভবন আর বামে খেলার মাঠ।গোল চত্বর ধরে সামনে এগিয়ে ডান পাশে চোখে পড়বে লাইব্রেরি ও ওয়ার্কশপ। এরপর রয়েছে ৭ তলা বিশিষ্ট নবনির্মিত ভবন । গোল চত্বরের পূর্বেই রয়েছে শহীদ মিনার।মাঠের পরেই রয়েছে অফিসার্স ডরমেটরি।তার ডানেই ছাত্রী নিবাস ।
ক্যাম্পাসে ছাত্রদের জন্য ১টি হল, ছাত্রীদের জন্য ১টি হল এবং আরো ১টি হল প্রস্তাবিত অবস্থায় রয়েছে। সবুজে ঘেরা এই ক্যাম্পাসের চারপাশে রয়েছে প্রাকৃতিক সৌন্দয্যের সমারোহ। আর রয়েছেন রয়েছেন অভিজ্ঞ শিক্ষকমন্ডলী।
ক্যাম্পাসে রয়েছে একটি খেলার মাঠ যা নিয়মিত শিক্ষার্থীদের খেলাধুলায় অংশ গ্রহণে সহায়তা করে। ফলে ক্যাম্পাসের সকল শিক্ষার্থীদের মধ্যে সৃষ্টি হয়েছে ভ্রাতৃত্ববোধের এক অপূর্ব নিদর্শন।
Department
প্রতি ব্যাচে B.Sc. in Textile Engineering কোর্সে ৪ টি ডিপার্টমেন্টে ৩০ জন করে মোট ১২০ জন ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। বিভাগ ৪টি হলোঃ-
- ওয়েট প্রসেসিং ইঞ্জিনিয়ারিং
- এপ্যারেল ইঞ্জিনিয়ারিং
- ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং
- ফেব্রিক ইঞ্জিনিয়ারিং
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ নোয়াখালী তে রয়েছে হাতে কলমে শেখার জন্য ৭ টি সমৃদ্ধ স্বয়ংসম্পূর্ণ ল্যাবঃ-
TECN Lab Facilities
- Dyeing Lab
- Cotton Spinning Lab
- Jute Spinning Lab
- Fabric Lab
- Garments Lab
- Textile Testing & Quality Control Lab
- Computer Lab
TECN Lab Machine:
- Winch Dyeing Machine
- Super Steamer
- Flatbed Screen Printing Machine
- Hank yarn Dyeing Machine
- Boiler
- Jet Dyeing Machine
- Stone Washing Machine
- Zigger Dyeing machine
- Pad dry machine
- Compacting Machine
- Padding Mangle Machine
- Transfer printing machine
- Washing Machine
- Sample Dyeing Machine
- Sample Screen Printing Machine
- LightBox
- Hydro Extractor Machine
- Calendering Machine
এছাড়া রয়েছে ডাইং, প্রিন্টিং ও ওয়াসিং করার জন্য পর্যাপ্ত ক্যেমিকেল ও এক্সেসরিস।
TECN Libary Facilities:
যেখানে রয়েছে টেক্সটাইল বিষয়ক নানান রকম রেফারেন্স বই তারসাথে রয়েছে সায়েন্স ফিকশন, ধর্মীয় ও শিক্ষণীয় নানা ধরনের গ্রন্থ। এছাড়া লাইব্রেরিতে রয়েছে দৈনিক, সাপ্তাহিক, মাসিক নানা ধরনের পত্র পত্রিকা পড়ার সুবিধা।
ক্যম্পাসের সকল সংগঠনের মাতৃ সংগঠন অরুণোদয় এর নেতৃত্ব রয়েছে একগুচ্ছ স্বতন্ত্র ক্লাবঃ-
মৃত্যুঞ্জয়
“রক্ত দানে জীবনের আহবানে” এই মূলমন্ত্রে উজ্জীবিত মানবসেবা ও রক্তদানের ক্ষেত্রে নিঃস্বার্থভাবে মানবতার কাজে নিয়োজিত সংগঠন।
অক্ষরঃ
সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন। সাহিত্য ও সাংস্কৃতিক কার্যক্রমের দিক থেকেও এগিয়ে আছে নোয়াখালী।বাংলাদেশের গুটিকয়েক ভার্সিটির রয়েছে নিজস্ব রেডিও। সে গুটিকয়েক ভিতর স্হান করে নিয়েছে নোয়াখালী টেক্সটাইলের Radio TECN।
TECN CAREER CLUB
ক্যাম্পাস পরবর্তী জীবনে ক্যারিয়ার রিলেটেড কার্যক্রম নিয়ে গঠিত এই ক্লাব। নানা রকম ওয়ার্কশফের মাধ্যমে নিয়মিত শিক্ষার্থীদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের কাজ করা হয়।
TECN Art & Photographic Society
ক্যাম্পাসের নানারকমে ফটো এক্সিভিউশন, ইন্টার কলেজ ফটো কনটেস্ট সহ ক্যাম্পাসের যাবতীয় দেয়াল লিখন সহ নানারকম চারুকলা সম্পৃক্ত কার্যক্রম আয়োজন করে সংগঠনটি।
TECN ডিবেটিং সোসাইটি
শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষে বার্ষিক বির্তক প্রতিযোগিতা আয়োজন, নানাবিধ ওয়ার্কসপ পরিচালনা সহ বিভিন্ন বির্তক প্রতিযোগিতায় ক্যাম্পাসের প্রতিনিধিত্ব করে যথেষ্ট সুনাম কুড়িয়েছে ক্যাম্পাসের এই ক্লাবটি।
TECN Science Club
শিক্ষার্থীদের মাঝে জ্ঞান বিজ্ঞানের নানা গবেষণা, প্রতিযোগিতা সহ নানা রকম ব্যাতিক্রমধর্মী কার্যক্রমের জন্য বিখ্যাত সায়েন্স ক্লাব।
TECN Computer Club
ক্যাম্পাসের কম্পিউটার সম্পৃক্ত যাবতীয় সব কম্পিউটার ক্লাবের মাধ্যমে পরিচালিত হয়।
Picture Curtacy: Respective Owner Post Credit Reserved by Md Mahedi Hasan Apparel Engineering Department
12th Batch Textile Engineering College, Noakhali